জনাব রবীন্দ্র নাথ দাস, বিএ (অনার্স ) এমএ (ইংরেজী) মানিকগঞ্জ জেলাধীন ঘিওর থানার অন্তর্গত ঘিওর গ্রামে এক হিন্দু পরিবারে ১৯৮৪ সালের ২১ জুন জন্ম গ্রহণ করেন। ২০০১ সালে “ ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয়” ঘিওর, মানিকগঞ্জ থেকে এসএসসি এবং ঘিওর সরকারি কলেজ-মানিকগঞ্জ থেকে ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০০৭ সালে ঢাকা কলেজ, ঢাকা থেকে বিএ (অনার্স ) এমএ (ইংরেজী) সম্পন্ন করেন । ২০১৫ সনে তিনি অত্র প্রতিষ্ঠানে প্রভাষক (ইংরেজী) হিসেবে যোগদান করেন এবং ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।