1. [email protected] : Bania Jury : Bania Jury
  2. [email protected] : Bayezid :

প্রতিষ্ঠান প্রধান

জনাব রবীন্দ্র নাথ দাস, বিএ (অনার্স ) এমএ (ইংরেজী) মানিকগঞ্জ জেলাধীন ঘিওর থানার অন্তর্গত ঘিওর গ্রামে এক হিন্দু পরিবারে ১৯৮৪ সালের ২১ জুন জন্ম গ্রহণ করেন। ২০০১ সালে “ ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয়” ঘিওর, মানিকগঞ্জ থেকে এসএসসি এবং ঘিওর সরকারি কলেজ-মানিকগঞ্জ থেকে ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০০৭ সালে ঢাকা কলেজ, ঢাকা থেকে বিএ (অনার্স ) এমএ (ইংরেজী) সম্পন্ন করেন । ২০১৫ সনে তিনি অত্র প্রতিষ্ঠানে প্রভাষক (ইংরেজী) হিসেবে যোগদান করেন এবং ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।

বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ
রাথুরা, বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ।
যোগাযোগ : ০১৩০৯-১১০৯১১, ০১৭২৭-৩৯২০৮৮
কারিগরি সহায়তায় : Amar School by Amar Uddog Limited